রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদরাজনীতিসালাহ উদ্দিনকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্ত্রী

সালাহ উদ্দিনকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্ত্রী

বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্ত্রী হাসিনা আহমেদ। বুধবার দুপুরে রাজধানীর গুলশানের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সহযোগিতা চান। হাসিনা আহমেদ বলেন, সন্ধান পাওয়ার পর পরই মঙ্গলবার স্বামী সালাহ উদ্দিন আহমেদকে ফিরিয়ে আনতে ভারতে যাওয়ার জন্য আমি ও আমার দুই আত্মীয় ভিসা চেয়ে ভারতীয় দূতাবাসে আবেদন করেছি। এখানো আমরা ভিসা পাইনি। ভিসা পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতের উদ্দেশ্যে রওনা দিবো।তিনি বলেন, উনাকে (সালাহ উদ্দিন) দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া আমার জানা নেই। আমি  আগে সেখানে তার কাছে যেতে চাই। তারপর দেখবো দেশে ফিরিয়ে আনতে কি করণীয় রয়েছে। তখন এ ব্যাপারে বিএনপি এবং আমার জানা শোনা সিনিয়রদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।সালাহ উদ্দিন আহমেদ মঙ্গলবার দুপুরে ভারতের মেঘালয়ের ‘ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ এন্ড নিউরো সাইন্স’ নামক একটি মানসিক হাসপাতাল থেকে ফোনে তার স্ত্রীর সঙ্গে কথা বলেন।এর আগে গত ১০ মার্চ  রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহ উদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যান বলে পরিবার ও বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়।
আরও পড়ুন

সর্বশেষ