শনিবার, এপ্রিল ২০, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েস্থল সীমানা চুক্তি বাস্তবায়নের চূড়ান্ত অনুমোদনপত্র খুব দ্রুতই পাঠানো হবে

স্থল সীমানা চুক্তি বাস্তবায়নের চূড়ান্ত অনুমোদনপত্র খুব দ্রুতই পাঠানো হবে

স্থল সীমানা চুক্তি বাস্তবায়নের চূড়ান্ত অনুমোদনপত্র খুব দ্রুতই বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পংকজ স্মরণ।  সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে শিক্ষকদের সঙ্গে এক মত বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হাই কমিশনার পংকজ স্মরণ আরও বলেন, ভারত-বাংলাদেশের বর্তমান সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং সহযোগী মনোভাব সম্পন্ন। এর ফলে আগামীতে তিস্তা চুক্তি ও ফারাক্কা চুক্তির ব্যাপারেও ভারতের অবশ্যই ইতিবাচক মনোভাব রয়েছে। তিনি বলেন, এসব বিষয়ে পদক্ষেপ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন। অল্প সময়ের মধ্যেই তার সফরের দিন-তারিখ এবং অন্যান্য বিষয় জানানো হবে। শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান সজল প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ