শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদরাজনীতিসালাহ উদ্দিনকে দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দিন : খালেদা জিয়া

সালাহ উদ্দিনকে দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দিন : খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে র‌্যাবের লোকজন তুলে নিয়ে গেছে। সে র‌্যাবের কাছেই আছে। আমি স্পষ্টভাবে এখনো বলছি, সালাহ উদ্দিনকে দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দিন। না পারলে যেখান থেকে তাকে তুলে নেয়া হয়েছে, সেখানেই ফিরিয়ে দিন। অন্যথায় তার কিছু হলে পরিণতি ভালো হবে না। আমি বলতে চাই, বন্দুক দিয়ে সব কিছু হয় না। শনিবার রাতে গুলশান কার্যালয়ে কর আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্যদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় খালেদা জিয়া সীমান্ত চুক্তি বিল পাসের জন্য মোদিকে ধন্যবাদ জানান। নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মাজম আলী খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফর উল্লাহর নেতৃত্বে ১৭ জন নির্বাচিত সদস্যসহ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের নেতারা রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। ফেব্রুয়ারিতে ঢাকা কর আইনজীবী সমিতির নির্বাচনে ২২ সদস্যের কার্যকরী কমিটির মধ্যে জাতীয়তাবাদী ফোরামেরই ১৭ জন বিজয়ী হন।তাদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি চেয়ারপারসন র‌্যাবের তৎপরতার ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এরা মানুষ খুন করে। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা দেশবাসী জানে। এই র‌্যাবকে ব্যান্ড করা দরকার। সাত খুনে জড়িত র‌্যাব সদস্যদের কারাগারে জামাই আদরে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।ভারতের লোকসভায় সীমান্ত চুক্তি পাস হওয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।তিনি বলেন, ৪০ বছর ধরে ঝুলে থাকার পর সীমান্ত চুক্তি ভারতের লোকসভায় পাস হয়েছে। এ জন্য মোদি সরকারকে আমি ধন্যবাদ দেব। মোদি সাহেব বলেছেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে তিনি এটি করেছেন। তিনি (মোদি) আরও বলেছেন, আমি প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই। জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাই, কোনো বিশেষ দলের সঙ্গে নয়। বিএনপিও এটাই চায়।খালেদা জিয়া অভিযোগ করেন, আওয়ামী লীগ কংগ্রেস সরকারের সঙ্গে অনেক দালালি করেছে। তাদের বলব, এত দালালি করে কংগ্রেসের কাছ থেকে কিছুই আনতে পারেননি, শুধু দিয়েছেন।খালেদা জিয়া বলেন, আমাদের দলের পুনর্গঠনে যেতে হবে। ইতিমধ্যে আমরা প্রক্রিয়াও শুরু করেছি। যারা ত্যাগী-পরীক্ষিত, যারা দলের বিপদের সময়ে কাজ করেছেন, তাদের কমিটিতে আনা হবে। তাদের মূল্যায়ন করা হবে। কমিটি পুনর্গঠনের সময়ে কর আইনজীবীদের মধ্য থেকে প্রতিনিধিদের সম্পৃক্ত করে কাজ করার সুযোগ দেয়ার কথাও বলেন তিনি।বিএনপি চেয়ারপারসন বলেন, সিটি নির্বাচনে তারা ভোট ডাকাতি করেছে। পুলিশ ও সন্ত্রাসী নিয়ে তারা নির্বাচন করেছে, জিতেছে।নির্বাচিত মেয়রদের বিষয়ে তিনি বলেন, ডাকাতি করে ওরা তিন সিটি দখল করেছে। এখন কাজের কাজ কিছুই হবে না। টেন্ডারবাজি, চাঁদাবাজি হবে। ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট কারচুপির ঘটনাবলী সঠিকভাবে উপস্থাপন করায় গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসন।যুক্তরাজ্যে হাউজ অব কমন্সের নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে কি সুন্দর নির্বাচন হয়েছে। ভারতেও সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেখানে নির্বাচন কমিশন কোনো পক্ষ নেয় না। আমরা কি ওইসব নির্বাচন দেখে কিছু শিখতে পারি না।খালেদা জিয়া বলেন, আমাকে তিনমাস অন্তরীণ করে রাখা হয়েছিল। টেলিফোন লাইন, বিদ্যুৎ সংযোগ কেটে দেয়া হয়েছিল। গেটের বাইরে-ভেতরে তালা দিয়ে রাখা হয়েছিল। বালুর ট্রাক এনে রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল। এ সময়ে তারা (সরকার) যাত্রাবাড়ীতে বোমা মেরে মামলা দিয়েছে আমার বিরুদ্ধে। ওইসব পেট্রলবোমা পুলিশের পাহারায় ছাত্রলীগের সন্ত্রাসীরা মেরেছে। সব পেট্রলবোমার সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ জড়িত। অবরোধের সময়ে পুলিশ পাহারায় বাসে বোমা ছোড়া হয়েছে, কিন্তু একজনকেও গ্রেফতার করা হয়নি। জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে সরকার বিএনপি ও ২০ দলীয় জোটের বিরুদ্ধে পেট্রলবোমার মারার অপপ্রচার চালাচ্ছে।খালেদা জিয়া আসন্ন বার কাউন্সিল নির্বাচনে আইনজীবীদের ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী প্যানেলের জন্য কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ২০ মে বার কাউন্সিল নির্বাচন। এতে আমাদের প্রার্থীদের বিজয়ী করতে প্যানেল ভোট দেয়া চাই।অনুষ্ঠানে বক্তব্য দেন মাজম আলী খান ও জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সভাপতি আবদুল মজিদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, চেয়ারপারসনের ?উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আহমেদ আজম খান, সহআইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের মহাসচিব হুমায়ুন কবীর, ঢাকা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল গফুর মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ