রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়সাভার ও নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

সাভার ও নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

সাভারে আলাদা আলাদা সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের এক কনস্টেবলসহ ৩ জন নিহত হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ডে বাসের চাপায় হাইওয়ে পুলিশের কনস্টেবল সোরহাব নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত রিকশা চালককে গণস্বাস্হ্য মেডিকেলে নেয়ার পর মারা যায়। এসময় আরো চার জন আহত হয়।

এদিকে কালিয়াকৈর সড়কে বাসের চাপায় আরো এক রিকশা চালক মারা যায়।

এছাড়াও নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখু সংঘর্ষে নিহত হয়েছে ৩ জন। আহত আরো ৫ জন।

আরও পড়ুন

সর্বশেষ