শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
প্রচ্ছদটপসিএনজি স্টেশনে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক

সিএনজি স্টেশনে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক

বিশেষ প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

শুক্রবার সকাল ছয়টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাক দিয়েছে সিএনজি স্টেশন মালিক সমিতি।
ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সিলেটে সিএনজি স্টেশনের এক মালিক লাঞ্ছিত ও হয়রানির শিকার হওয়ার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিএনজি স্টেশন মালিক সমিতির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সিএনজি স্টেশন মালিক সমিতির মহাসচিব সাজেদুল ইসলাম চৌধুরী ঢাকাটাইমসকে বলেন, ‘সিলেটে আমাদের সহকর্মী এক সিএনজি স্টেশন মালিককে ওই ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত ও হয়রানি করেছেন।

তার স্টেশনে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে। তার প্রতি একাত্মতা জানাতে আমরা সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের আহ্বান করেছি।’

আরও পড়ুন

সর্বশেষ