বিশেষ প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)
শুক্রবার সকাল ছয়টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাক দিয়েছে সিএনজি স্টেশন মালিক সমিতি।
ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সিলেটে সিএনজি স্টেশনের এক মালিক লাঞ্ছিত ও হয়রানির শিকার হওয়ার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিএনজি স্টেশন মালিক সমিতির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সিএনজি স্টেশন মালিক সমিতির মহাসচিব সাজেদুল ইসলাম চৌধুরী ঢাকাটাইমসকে বলেন, ‘সিলেটে আমাদের সহকর্মী এক সিএনজি স্টেশন মালিককে ওই ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত ও হয়রানি করেছেন।
তার স্টেশনে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে। তার প্রতি একাত্মতা জানাতে আমরা সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের আহ্বান করেছি।’