
বিশেষ প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)
খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ এর দুই সদস্যকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ইউপিডিএফ-এর পানছড়ির সংগঠক সমীরণ চাকমা দুই সহযোগীসহ উপজেলার চেঙ্গী ইউনিয়নের পুজাগাং বাজারে যাচ্ছিলেন। পথে মধ্যে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি করে। এসময় ঘটনাস্থলেই সমীরণ চাকমা ও পূর্ণ কুমার নামে দুই ইউপিডিএফ সদস্য নিহত হয়। এ ঘটনার পর থেকে পার্বত্যাঞ্চলে জনমনে আতঙ্ক বিরাজ করছে।