মঙ্গলবার, মে ২৮, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েকুষ্টিয়ায় বাস খাদে পড়ে নিহত ৪

কুষ্টিয়ায় বাস খাদে পড়ে নিহত ৪

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন অন্তত ৩০ যাত্রী। বুধবার  দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নয় মাইল এলাকায় এ দুঘর্টনা ঘটে। হতাহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। নিহতরা হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশরপুর গ্রামের বাসিন্দা জাকের পার্টির সভাপতি আলম মন্ডল (৫৫), একই গ্রামের জাহিদুল ইসলাম (৪০), আক্কেলপুরের নূরে আলম সিদ্দিক (৫৫) ও বাসের চালক পারভেজ (৩৪)।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আব্দুর রশিদ, নাছিমা, আবু বক্কর, ছানোয়ার, বেনু, কালাম, হামিদ, হেলাল, পারুল, শহিদুল, জাভেদ, আছমা, জোসনা, আব্দুল মজিদ, আব্দুস ছাত্তার ও আব্দুল হামিদসহ আহত অন্তত ৩০ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সবারই বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর থানা এলাকায়। ওসি কাজী জালাল উদ্দিন জানান, রাতে জয়পুরহাটের আক্কেলপুর এলাকা থেকে ওই বাসটি ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে যাচ্ছিল। পথে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুরের নয় মাইল কাচারি এলাকায় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। আহত হয় বাসের ৩০ জন যাত্রী। এদিকে, বৃহস্পতিবার ভোর থেকেই ঘটনাস্থলে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ