ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে প্রভাবিত করতে সরকার প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয় কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির।
অপরদিকে আওয়ামী লীগ বলছে, বিরোধী দল এই নির্বাচনকে ঘিরে অপপ্রচার চালাচ্ছে।
বৃহস্পতিবার বিএনপি ও আওয়ামী লীগের দুটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে সাংবাদিকদের এসব কথা বলেন।
আর সিইসি জানান, কারো অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার সকাল সোয়া এগারোটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেখা করে প্রধান নির্বাচন কমিশনারের সাথে। এসময় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আবারো সেনা মোতায়েনের দাবি জানান তারা। বিএনপি নেতারা বলেন, সরকারি ব্যক্তির পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানও এই নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
অন্যদিকে একই দিন দুপুরে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেখা করেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে। আওয়ামী লীগ নেতারা বলেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বিএনপির এ ধরণের অভিযোগ চলতেই থাকবে।
এই বিষয়ে দুই দলের বক্তব্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
এছাড়াও ভোটাররা যাতে নির্ভয়ে ভেটি দিতে পারেন সেজন্য সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।