বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
প্রচ্ছদরাজনীতি১০১ আইনজীবীকে পর্যবেক্ষক হিসেবে অনুমোদন দেওয়ার জন্য সিইসির কাছে বিএনপির দাবি

১০১ আইনজীবীকে পর্যবেক্ষক হিসেবে অনুমোদন দেওয়ার জন্য সিইসির কাছে বিএনপির দাবি

সিটি নির্বাচনে একশ’ একজন বিএনপিপন্থি আইনজীবীকে পর্যবেক্ষক হিসেবে অনুমোদন দেওয়ার জন্য সিইসির কাছে দাবি জানিয়েছেন বিএনপির প্রতিনিধিরা। সোমবার দুপুরে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদের সঙ্গে বৈঠক করে এ দাবি জানানো হয়। এ সময় তারা একশ’ একজনের নামের তালিকা ইসি সচিব সিরাজুল ইসলামের কাছে জমা দেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

তিনি সাংবাদিকদের বলেন, আমরা সিইসির সঙ্গে সাক্ষাত করে দাবি জানিয়েছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মাধ্যমে একশ’ একজন সদস্যকে পর্যবেক্ষক হিসেবে অনুমোদন দেওয়ার জন্য। এরপর সচিবের সঙ্গে বৈঠক করে আমরা নামের তালিকাটি জমা দিয়েছি। আইনজীবী সমিতির মাধ্যমে আমরা বিগত জাতীয় সংসদ ও সিটি করপোরেশন নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনাবাহিনী ক্যান্টনমেন্টে অবস্থান নেবে কিন্তু কোনো ঝামেলা হলে, ক্যান্টনমেন্ট থেকে দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারবে কি-না সে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। পর্যবেক্ষকের নামের তালিকায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের নামও রয়েছে। এর আগে দুপুর ১টা ৩৫ মিনিটে প্রতিনিধি দলটি ইসিতে পৌঁছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ