বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
প্রচ্ছদরাজনীতিসিটি নির্বাচন সরকারের টেস্ট কেস

সিটি নির্বাচন সরকারের টেস্ট কেস

আসন্ন সিটি নির্বাচনকে বিএনপি টেস্ট কেস হিসেবে নিয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়া। রোববার দুপুরে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, নির্বাচনমুখী দল হিসেব জনগণের প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়ায় অংশগ্রহণে আমরা বিশ্বাসী। এটা সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসনের জন্য টেস্ট কেস।

তিন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে নীরব প্রতিশোধ নেওয়ার আহবান জানিয়েছেন  খালেদা জিয়া।  তিনি বলেছেন, টাকা নেবেন, কিন্তু বিবেক অনুযায়ী ভোট দেবেন। ২৮ এপ্রিল নীরব ভোট বিপ্লব ঘটাতে হবে। বক্তব্যের এক পর্যায়ে কান্নাজড়িত কন্ঠে খালেদা বলেন, কিছুদিন আগে আমার ছোট ছেলেটাকে হারিয়েছি, একমাত্র জীবিত ছেলেটি অমানুষিক নির্যাতনের শিকার হয়ে দূরে আছে। এখন আপনারাই আমার আত্মীয়।

সংবাদ সম্মেলনে আরো ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, ‘আদর্শ ঢাকা আন্দোলন’ আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদসহ ২০ দলের নেতারা।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ