সাভারে রানা প্লাজা ভবন ধসে নিহত ও আহতদের সাহায্যার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ ২৫ লাখ টাকার একটি চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বুধবার হস্তান্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে চেক হস্তান্তরকালে উপচার্যের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আশরাফ উদ্দিন, কর্মচারী সমিতির সভাপতি মো. রেজাউল ইসলাম, কারিগরি কর্মচারী সমিতির সভাপতি মো. জামাল উদ্দিন, ৪র্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাহজাহান এবং উপ-রেজিস্ট্রার এবি সিদ্দিকুর রহমান।