বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
প্রচ্ছদদেশজুড়ে ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত দুই জঙ্গির বাবাকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আটক

ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত দুই জঙ্গির বাবাকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আটক

ঢাকার আশুলিয়ায় চাঞ্চল্যকর ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা জেলা পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পদ্মার চরাঞ্চলের কোদালকাঠি গ্রামের দুই জঙ্গির বাড়ীতে অভিযান চালিয়েছে। শনিবার রাতে রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ ছাড়াও বিজিবির  সহায়তায় ভারত সীমান্তবর্তী কোলাদকাঠি গ্রামে এ অভিযান চালানো হয়। তবে অভিযানকালে অভিযুক্তদের কাউকেও পুলিশ ধরতে পারেনি। শেষ পর্যন্ত দুই জঙ্গির বাবাকে ধরে নিয়ে গেছে তারা। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক আশুলিয়ার চাঞ্চল্যকর বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির  ঘটনায় গ্রেফতার হওয়াদের দেয়া তথ্য মতে, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আলাতুলি গ্রামের কোদালকাটি গ্রামের ইমাম মাস্টারের ছেলে ইঞ্জিনিয়ার রাবু (২৬) ও একই গ্রামের শারফুল ইসলামের ছেলে জসীম উদ্দিনকে (২৫) গ্রেফতারে শনিবার রাতে অভিযান চালায় পুলিশসহ সংশ্লিষ্টরা। তবে তাদের না পেয়ে রাবুর বাবা ইমাম মাস্টার ও জসীমের বাবা শারফুল ইসলামকে আটক করে নিয়ে যায়।আলাতুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোনে যুগান্তরকে জানান, পুলিশ যাদের গ্রেফ্তারে এসেছিলেন তারা ঢাকায় থাকেন। তাদের কাউকে পাওয়া যায়নি। তবে রাবুর বাবা ইমাম মাস্টার ও জসীমের বাবা শারফুলকে আটক করে নিয়ে গেছে।এদিকে দুই জঙ্গির দুই বাবাকে আটকের ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল যুগান্তরকে বলেন, ঘটনার রহস্য উদঘাটন ও তদন্তে পুলিশ ছাড়াও একাধিক সংস্থা কাজ করছেন। তাদের কেউ হতে পারে তবে আশুলিয়া থানার কোনো দল চাঁপাইনবাবগঞ্জে অভিযানে যায়নি বলে তিনি দাবি করেন। এদিকে স্থানীয় লোকজন জানিয়েছেন  রাবু ও জসীম গত কয়েক বছর ধরে ঢাকায় থাকেন। এর মধ্যে রাবু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। জসীম তার মামার সঙ্গে ঢাকায় কাজ  করেন ।
আরও পড়ুন

সর্বশেষ