শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনদেশ কাঁপানো ভূমিকম্প চট্টগ্রাম নগরীতেও আতংক

দেশ কাঁপানো ভূমিকম্প চট্টগ্রাম নগরীতেও আতংক

দেশ কাঁপানো ভূমিকম্প চট্টগ্রাম নগরীতেও আতংক সৃষ্টি করেছে। তবে ভূমিকম্পে চট্টগ্রামে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শনিবার দুুপুর সোয়া ১২টা দিকে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়। ইউএস জিএস’র তথ্য বলছে ভূমিকম্পের মাত্রা ছিলো ৭.৫।

প্রায় মিনিট খানেক স্থায়ী এই কম্পনের মধ্যে নগরীর বিভিন্ন এলাকায়, অলি-গলিতে সাধারণ মানুষ বাসা ছেড়ে বেরিয়ে আসে। অনেক অফিস, দোকানপাট, মার্কেট থেকেও লোকজন আতংকে রাস্তায় চলে আসে বলে খবর প‍াওয়া গেছে।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক জসীম উদ্দিন বলেন, ভূমিকম্প হয়েছে। কোথাও ক্ষয়ক্ষতির খবর পাইনি। তবে মানুষজনের মধ্যে আতংক সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোথাও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা আরও নিবিড়ভাবে খোঁজখবর নেয়া হচ্ছে বলে তিনি জানান। ভূমিকম্প একযোগে কাঁপিয়েছে ভারত-নেপাল ও বাংলাদেশকে।

আরও পড়ুন

সর্বশেষ