বিনোদন রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
পুরুষদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন হলিউডের তারকা অভিনেত্রী ও মডেল প্যারিস হিলটন। নিজের পর্নো ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর থেকেই প্যারিস হিলটন বিপদে আছেন। ঘটনাটি ৮ বছর আগের হলেও তিনি এখনও তা ভুলতে পারেননি। বরং বিষয়টি এখনও তাকে যন্ত্রণা দেয় বলে সম্প্রতি জানিয়েছেন তিনি।
প্যারিসের সাবেক বয়ফ্রেন্ড রিক সলোমন ওই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেন বলে জানান তিনি।
মনে প্রাণে বিশ্বাস করা একজন মানুষের কাছ থেকে এমন ‘অপকর্ম’ তিনি আশা করেননি প্যারিস। ওই টেপ প্রকাশের পর থেকেই পুরুষ জাতির প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন মার্কিন তারকা প্যারিস হিলটন।
৩২ বছর বয়সী এ তারকা সম্প্রতি বলেছেন, অন্য কেউ নয় আমার বয়ফ্রেন্ডই ওই টেপ প্রকাশ করেছে, যাকে আমি সত্যিকার ভালোবাসতাম ও বিশ্বাস করতাম।
এ ঘটনা তার জীবনের সবচেয়ে দুঃখ ও যন্ত্রণাময় অধ্যায় বলে তিনি অনুভূতি প্রকাশ করে বলেছেন, জীবনে আমি আর কাউকে বিশ্বাস করবো না, বিশেষ করে ছেলেদের।
উল্লেখ্য,প্যারিসের বয়স যখন ২১, তখন তার বয়ফেন্ড সলোমন তাদের নগ্নতা ও যৌন মিলনের দৃশ্য ভিডিও ক্যামেরায় ধারণ করেন। তাদের মধ্যে ছাড়াছাড়ি হওয়ার পর সলোমন তা ইন্টারনেটে প্রকাশ করেন।