শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনযুব বিদ্রোহের চেতনায় দেশ গড়ার চ্যালেঞ্জ নিতে হবে

যুব বিদ্রোহের চেতনায় দেশ গড়ার চ্যালেঞ্জ নিতে হবে

যুব বিদ্রোহের ৮৫তম বার্ষিকী উপলক্ষে শনিবার নগরীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে যুব ইউনিয়ন। নগরীল ডিসি হিলের নজরুল মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব ইউনিয়নের জেলা কমিটির আহ্বায়ক ইমরান চৌধুরী। যুগ্ম আহ্বায়ক রিপায়ন বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা আহসান উল্লাহ চৌধুরী, অর্থনীতিবিদ  অধ্যাপক ড. এম এম আকাশ, কবি ও সাংবাদিক আবুল মোমেন, যুব ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাসান হাফিজুর রহমান সোহেল, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ উল্লাহ হাই।

বক্তারা বলেন, সূর্য সেনরা যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছেন, সেই সাম্রাজ্যবাদ এখনও ইরাক, আফগানিস্তান, ফিলিস্তানসহ পৃথিবীর দেশে দেশে নিরীহ মানুষদের রক্ত ঝরাচ্ছে। মীরজাফরদের মত দালালরা সাম্রাজ্যবাদের প্রধান সহায়ক। এখন দালালদের মুখে ভাইয়ের অবয়ব, বন্ধুর ছায়া। তাদের চিহ্নিত করা কঠিন। তারা বলেন, মুখোশধারী সাম্রাজ্যবাদী দালালদের বিরুদ্ধে তরুণ যুবাদের ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে নিতে হবে। চট্টগ্রাম যুব বিদ্রোহের চেতনা ধারণ করে মুক্তিযুদ্ধের আদর্শে শোষণ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ নিতে হবে। অনুষ্ঠানে উদীচী, যুব ইউনিয়ন সাংস্কৃতিক স্কোয়াড গণসঙ্গীত এবং প্রমা আবৃত্তি পরিবেশন করে। এছাড়া বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী কফিল উদ্দিন ও ভিন্ন ধারার ব্যান্ড দল ‘মাদল’ গান পরিবেশন করে। ১৯৩০ সালের ১৮ এপ্রিল অপার সাহস ও মাতৃভূমির প্রতি অসীম কর্তব্যনিষ্ঠা নিয়ে অগ্নিপুরুষ মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে একদল অসম সাহসী যুবক চট্টগ্রামকে ৩ দিনের জন্য ব্রিটিশমুক্ত করেছিলেন। দিনটিকে চট্টগ্রাম যুব বিদ্রোহ হিসেবে পালন করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ