শনিবার, জুলাই ২৭, ২০২৪
প্রচ্ছদটপসড়ক পথে যানজটের ঝামেলা এড়াতে বৃহস্পতিবার থেকে পুনরায় চালু হচ্ছে ‘ওয়াটার বাস’...

সড়ক পথে যানজটের ঝামেলা এড়াতে বৃহস্পতিবার থেকে পুনরায় চালু হচ্ছে ‘ওয়াটার বাস’

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

সড়ক পথে যানজটের ঝামেলা এড়াতে ও রাজধানীর চারপাশে বৃত্তাকার নৌপথ সচল রাখার লক্ষ্যে ফের চালু হচ্ছে ‘ওয়াটার বাস’।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঢাকাস্থ গাবতলীর ওয়াটার বাস ল্যান্ডিং স্টেশন প্রাঙ্গণে এ সার্ভিসের পুনঃউদ্বোধন করবেন।

পুরনো দু’টি ওয়াটার বাস ‘এম এল বুড়িগঙ্গা’ ও ‘এম এল তুরাগ’-এর সঙ্গে যুক্ত হবে নতুন চারটি ওয়াটার বাস। পুরোনো দু’টির প্রতিটিতে আসন সংখ্যা ৩৫। নতুন চারটির প্রতিটিতে আসন ৮১। আগের দু’টি নির্মাণে ব্যয় হয়েছিল এক কোটি ১২ লাখ টাকা। নতুন চারটি তৈরিতে মোট খরচ হয়েছে তিন কোটি টাকা।
প্রতিদিন সকাল সাতটা থেকে এক ঘন্টা পর পর ওয়াটার বাসগুলো চলবে। সদরঘাট-গাবতলী ভাড়া সর্বোচ্চ ৪০ টাকা এবং সর্বনিম্ন (একটি ল্যান্ডিং স্টেশন থেকে পরবর্তী ল্যান্ডিং পর্যন্ত ১০ টাকা)।
নতুন ওয়াটার বাসগুলোর প্রতিটির দৈর্ঘ্য সাড়ে ১৯ মিটার এবং প্রস্থ সাড়ে ৪ মিটার। যাত্রী ধারণক্ষমতা ৮১জন। ন্যুনতম গতিবেগ হবে ঘন্টায় ১২ নটিক্যাল মাইল বা ২২ দশমিক ৪৮ কিলোমিটার।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাজধানীর সদরঘাট-গাবতলী বৃত্তাকার নৌপথে ২০১০ সালের আগস্টে চালু করেছিল ‘ওয়াটার বাস’।
উল্লেখ্য, সদরঘাট-গাবতলী রুটে চলাচলের জন্য আরো উন্নতমানের চারটি ওয়াটার বাস নির্মাণাধীন রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ