শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ঋণ দুর্নীতি মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের সাত কর্মকর্তাকে ১০ বছর করে কারাদণ্ড

ঋণ দুর্নীতি মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের সাত কর্মকর্তাকে ১০ বছর করে কারাদণ্ড

ঋণ দুর্নীতি মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের সাত কর্মকর্তাকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের এক কোটি ৯০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এ রায় দেন। একই সঙ্গে সব আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী কবির হোসাইন জানিয়েছেন, দুপুরে বিচারক হোসনে আরা বেগম এ রায় দেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা আদালতের এজলাসে উপস্থিত ছিলেন না।দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন—ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক কর্মকর্তা শাহ মোহাম্মদ হারুন, আবুল কাশেম মাহমুদুল্লাহ, ফজলুর রহমান, তারিকুল আলম, মোহাম্মদ হোসেন, কামরুল ইসলাম ও ইমামুল হক।ব্যাপক দুর্নীতির অভিযোগে ২০০৬ সালে ওরিয়েন্টাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। নানা প্রক্রিয়া শেষে সরকার ওরিয়েন্টাল ব্যাংকটিকে আইসিবি ইসলামী ব্যাংকে রূপান্তর করে।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ