বুধবার, মে ২২, ২০২৪
প্রচ্ছদজাতীয়বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার ভোরে বেনাপোলের পুটখালি সীমান্তের ঘোনার মাঠ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন-পুটখালি এলাকার আজিজুল ইসলামের ছেলে আকু (২৮) ও আব্দুস সাত্তারের ছেলে শান্ত (৩৫)। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে পাঁচ/ছয়জন গরু ব্যবসায়ী পুটখালি সীমান্ত দিয়ে গরু আনতে ভারতে যান। শনিবার ভোরে ফেরার পথে পুটখালি সীমান্তের ঘোনার মাঠ এলাকায় পৌঁছুলে বিএসএফ সদস্যরা তাদের ওপর গুলি চালায়। এতে আকু ও শান্ত গুলিবিদ্ধ হন। এসময় সঙ্গীরা তাদের উদ্ধার করে হাসপাতালে আনার পথে সকাল সাড়ে ৭টার দিকে বেনাপোলের কাগজপুকুর এলাকায় শান্তর মৃত্যু হয়। সেখানেই তার মৃতদেহ রেখে সহযোগীরা আকুকে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তারও মৃত্যু হয়। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ আকুর মৃতদেহ উদ্ধার করেছে। আর শান্তর মৃতদেহ পরিবারের লোকজন বাড়ি নিয়ে গেছে বলে জানা গেছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান সীমান্তে গুলিবর্ষণ ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ