শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত

৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত

৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এবার প্রিলিমিনারি পরীক্ষায় ২০ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ৩৫তম বিসিএসে এক হাজার ৮০৩টি শূন্য পদের বিপরীতে রেকর্ডসংখ্যক ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন আবেদন করেন।

গত ৬ মার্চ প্রথমবারের মতো ২০০ নম্বরের ৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল পিএসসির ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd/upload/docs/bcs_result_0408171508.pdf) পাওয়া যাচ্ছে। এ ছাড়া মোবাইল ফোনেও ফলাফল জানা যাবে। মোবাইল ফোনে ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে পিএসসি লিখে স্পেস দিয়ে ৩৫ লিখে আবার স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি খুদে বার্তায় ফলাফল জানিয়ে দেওয়া হবে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের ওয়েবসাইট থেকে বিপিএসসি ফরম-২ সংগ্রহ করে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে কমিশনে জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ