সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েখুলনা বিভাগসুন্দরবনের বনদস্যু আল-আমিন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত

সুন্দরবনের বনদস্যু আল-আমিন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত

সুন্দরবনের বনদস্যু আল-আমিন বাহিনীর প্রধান আল-আমিন (২৮) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।  রোববার রাত সোয়া ১০টার দিকে খুলনার কয়রা উপজেলার গভীর সুন্দরবনের ঝপঝপিয়ার চরে ঘণ্টাব্যাপী এ বন্দুকযুদ্ধ হয়। এ সময় পুলিশের  এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।  ঘটনাস্থল থেকে তিনটি টু টু বোর রাইফেল, একটি বিদেশি বন্দুক, দু’টি দেশি বন্দুক, একটি এয়ারগান, ১১৯ রাউন্ড বন্দুকের গুলি ও ২২ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত ম রোকনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে কয়রার চাঁদখালী এলাকা থেকে আল-আমিনকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে রাত ১০টার দিকে অস্ত্র উদ্ধারের জন্য তাকে নিয়ে সুন্দরবনের ঝপঝপিয়ার চরে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আগে থেকে অবস্থান নেওয়া বনদস্যুরা পুলিশকে লক্ষ করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে বনদস্যুরা পিছু হটে। পরে, ঘটনাস্থল থেকে আল-আমিন বাহিন প্রধান আল-আমিনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আল-আমিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে। তিনি কয়রার পল্লীমঙ্গল এলাকার শহিদ সানার ছেলে বলে জানান ওসি।

আরও পড়ুন

সর্বশেষ