রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদশিক্ষাঙ্গন১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে

১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে

বিদ্যমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ১ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে। এর কোনো ব্যত্যয় হবে না। রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কমিটির সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ সিদ্ধান্তের কথা জানান। তবে মন্ত্রী জানান, ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের জন্য ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত কোনো পরীক্ষা হবে না। ওই তারিখের পরীক্ষাগুলো সুবিধাজনক সময়ে নেওয়া হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যেসব প্রস্তুতি দরকার, তা সব নেওয়া হয়েছে বলে জানান তিনি।

পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি বা সমমানের পরীক্ষা আগামী ১ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ১১ জুন শেষ হওয়ার কথা। কোনো দল বা সংগঠনের নাম উল্লেখ না করে শিক্ষামন্ত্রী আরও বলেন, সবার কাছে অনুরোধ দয়া করে আর শিক্ষার বাধা সৃষ্টি করবেন না। সম্প্রতি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল ও অবরোধে এসএসসি ও সমমানের পরীক্ষা ১৮ দিন পিছিয়ে গতকাল শনিবার শেষ হয়েছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ