রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদশিক্ষাঙ্গনজাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সাদার্ন ইউনিভার্সিটির সেরা প্রজেক্ট এর পুরস্কার লাভ

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সাদার্ন ইউনিভার্সিটির সেরা প্রজেক্ট এর পুরস্কার লাভ

জেলা প্রশাসন চট্টগ্রামের আয়োজনে তিন দিন ব্যাপী ৩৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ছাত্র-ছাত্রীদের উদ্ভাবিত “এন্ড্রয়েড বেইস লো ইসিজি মেসিন” ইউনিভার্সিটি বিভাগে সেরা প্রজেক্ট এর পুরস্কার অর্জন করেছে।  শনিবার মেলার সমাপনী দিনে প্রধান অতিথি মাননীয় জেলা প্রশাসক জনাব মেজবাহ উদ্দিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সাদার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন  কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব জাহাঙ্গীর আলম, ইইই বিভাগের প্রভাষক জনাব ইফতেখার সহ সাদার্ন ইউনিভার্সিটির বাংলাদেশ এর ছাত্র ছাত্রীরা। এদিকে ১৯ মার্চ শুরু হওয়া এই মেলায় সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৩৫০ টি প্রজেক্ট অংশ গ্রহন করে। এর মধ্যে ইউনিভার্সিটি বিভাগে সাদার্ন ইউনিভার্সিটি ছাত্র-ছাত্রীদের উদ্ভাবিত “এন্ড্রয়েড বেইস লো ইসিজি মেসিন” সেরা প্রজেক্ট এর পুরষ্কার অর্জন করেছে।

আরও পড়ুন

সর্বশেষ