রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদরাজনীতিখালেদা জিয়ার আবেদনের শুনানির দিন ফের পিছিয়েছে

খালেদা জিয়ার আবেদনের শুনানির দিন ফের পিছিয়েছে

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত পরিবর্তন ও বিচারিক আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা স্থগিত চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের শুনানির দিন ফের পিছিয়েছে। সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পরে এ শুনানি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার  শুনানির দিন ধার্য থাকলেও তা পিছিয়ে দেন বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। এর আগে গত ৫ মার্চ শুনানির দিন পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করা হয়েছিল। আর ২ মার্চ শুনানির দিন ৫ মার্চ ধার্য করে দেন আদালত। অবকাশকালীন ছুটি শুরু হচ্ছে ১৭ মার্চ আর শেষ হবে ৩১ মার্চ।

গত ২৮ জানুয়ারি বিচারিক আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তনের জন্য হাইকোর্টে আবেদন করেন খালেদার আইনজীবীরা। পরে এ আবেদনের সম্পূরক হিসেবে বিচারিক আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা স্থগিত চেয়েও আবেদন জানানো হয়। আবেদনে দুর্নীতি মামলা দু’টির বিচারিক কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে রুল জারির আরজি জানানো হয়। এ রুল বিচারাধীন থাকাকালে গ্রেফতারি পরোয়ানা স্থগিত চেয়েছেন আসামিপক্ষ। খালেদার আইনজীবীরা জানান, একই দিনে সব আবেদনের শুনানি করবেন তারা।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ