শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়ভুয়া পাওয়ার অব অ্যাটর্নির সাহায্যে শত কোটি টাকা উত্তোলন করতে গিয়ে ধরা...

ভুয়া পাওয়ার অব অ্যাটর্নির সাহায্যে শত কোটি টাকা উত্তোলন করতে গিয়ে ধরা খেলেন ১১ প্রতারক

ব্যাংকের এফডিআর এর নকল কাগজ এবং ভুয়া পাওয়ার অব অ্যাটর্নির সাহায্যে প্রায় শত কোটি টাকা উত্তোলন করতে গিয়ে ধরা খেলেন ১১ প্রতারক। রোববার দুপুরে রাজধানীর গুলশানের ব্র্যাক ব্যাংকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো হাসিবুল হাসান (৩৪), সিরাজুল ইসলাম (৩৪), সাব্বির রহমান (৪০), নজরুল হক (৪২), সাহাবুর রহমান বাবলু (৬৫), খোরশেদ আলম (৩৪), দেলোয়ার হোসেন (৪৫), সেলিম আহমেদ (৪৪), শাহাজান (৫২), কাজী মো. শাহাদাৎ হোসেন (৪০) ও মাহাবুর রহমান কাজল (৩৪)। প্রতারক চক্রকে বর্তমানে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ব্র্যাক ব্যাংকের গুলশান শাখার ব্যবস্থাপক শেখ মো. আশরাফ সাংবাদিকদের বলেন, সাইফুল ইসলাম নামের এক আমেরিকা প্রবাসীর ব্যাংকে প্রায় শতকোটি টাকার একটি এফডিআর রয়েছে। দুপুরে দিকে তিন ব্যক্তি ব্যাংকে গিয়ে বলেন এফডিআরটি তাদের ১১ জনের নামে পাওয়ার অব অ্যাটর্নি করে দিয়েছেন সাইফুল ইসলাম। তারা টাকা ওঠাতে এসেছেন।  এ সময় ব্যবস্থাপক ‘টাকা উত্তোলন করতে হলে পাওয়ার অব অ্যাটর্নিতে নাম থাকা ১১ জনকেই প্রয়োজন’ বলে জানালে ১১ জন ব্যাংকে উপস্থিত হন। ইত্যবসরে পাওয়ার অব অ্যাটর্নির কাগজ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশকে খবর দেয় ব্যাংক কর্তৃপক্ষ। পুলিশ এসে ১১ জনকে আটক করে থানায় যায়।

ব্যবস্থাপক শেখ আশরাফ বলেন, এফডিআর এর পাওয়ার অব অ্যাটর্নির কাগজ ভুয়া প্রমাণিত হয়েছে। আসলে এরা একটি বড় প্রতারক চক্রের সদস্য। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার নুরুল আলম বলেন, আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। এ ঘটনায় থানায় মামলা হচ্ছে। আটককৃতদের রিমান্ডে নিয়ে আসলে এ বিষয়ে আরো তথ্য পাওয়া যাবে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ