রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়সর্বোচ্চ সুদ দিতে হবে ১০, ৫০ ও ১০০ টাকার ব্যাংক হিসাবে

সর্বোচ্চ সুদ দিতে হবে ১০, ৫০ ও ১০০ টাকার ব্যাংক হিসাবে

১০, ৫০ ও ১০০ টাকার খোলা ব্যাংক হিসাবে সর্বোচ্চ মুনাফা/সুদ দেয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার  বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে। গ্রিন ব্যাংকিং ও সিএসআর বিভাগের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাসের সই করা এ প্রজ্ঞাপনে বলা হয়, দেশের আর্থিক সেবা বঞ্চিত জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসার জন্য কৃষক, বিভিন্ন ভাতাভোগী, স্কুল/কলেজের শিক্ষার্থী, কর্মজীবী, পথশিশু-কিশোরসহ আর্থিক সেবা প্রত্যাশী জনগোষ্ঠীর জন্য ন্যুনতম ১০, ৫০ ও ১০০ টাকার বিনিময়ে ব্যাংক হিসাব খোলার জন্য বিভিন্ন সময়ে নির্দেশনা দেয়া হয়েছে।

এ কার্যক্রমকে আরও এগিয়ে নিতে এ ধরনের হিসাবগুলোকে অধিকতর সচল, আকর্ষনীয় ও জনপ্রিয় করে তোলা জরুরি। এ বিবেচনায় এসব হিসাব সমুহে ব্যাংকের বিদ্যমান বিভিন্ন ধরনের সঞ্চয়ী হিসাবের মধ্যে প্রদত্ত সর্বোচ্চ মুনাফা/সুদ হার দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ