বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা হরতালের কারণে আগামীকাল রোববারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। ৩০ মে ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় উপকমিটির প্রধান ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম আজ শনিবার এ তথ্য জানান। তিনি বলেন, সকালের পরীক্ষাগুলো ওই দিন সকাল ১০টায় ও বিকেলের পরীক্ষাগুলো বেলা দুইটায় হবে।
রোববারের এইচএসসি পরীক্ষা ৩০ মে
