বিনোদন রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
পর পর তিন ছবির সাফল্য। আলোচনার দিক থেকে হ্যাটট্রিক করলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রথম ছবি শাহীন সুমনের ‘ভালোবাসার রঙ’-এর মাধ্যমে যাত্রা করে নিজের অভিষেকটাই যেন জমজমাট করে তোলেন তিনি। এ ছবিতে খামখেয়ালি স্বাধীনচেতা চরিত্রে অভিনয় করা টিনেজ এ অভিনেত্রী দ্বিতীয় ছবি ‘অন্যরকম ভালোবাসা’য় দর্শকের সামনে আসেন আরও একটু অন্যরকমভাবে। আর সদ্যমুক্তি পাওয়া জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ ছবিতে যেন নতুন এক মাহিকে দেখতে পেলেন দর্শক। শহরের চাকচিক্য আধুনিক গেটআপ থেকে বের হয়ে পরী সাজে দর্শককে মুগ্ধ করেন মাহি। ঠিক যেন মনপুরা’র পরীর মতোই আলোচনায় আসেন পোড়ামনের পরী। আর ‘পোড়ামন’-এর মাধ্যমে মাহি প্রমাণ করে দিলেন যে কোন নায়কের বিপরীতেই সফল হতে পারেন তিনি। মাহির প্রথম দুই ছবির নায়ক ছিলেন বাপ্পি। আবার ‘পোড়ামন’-এ তার বিপরীতে ছিলেন সাইমন। পর পর টানা তিন ছবির আলোচনা মাহির ব্যক্তিগত স্বপ্নকেই কেবল প্রসারিত করেনি, চলচ্চিত্র পরিবারেও তৈরি করেছে নতুন এক সম্ভাবনা। চলমান চলচ্চিত্রে মাহি যেন এক আলোচিত একটি নাম। অসংখ্য নায়িকার ভিড়ে ক্রমশ যেন নির্ভরযোগ্য হয়ে উঠছেন মাহি। নতুন ছবি নির্মাণের ক্ষেত্রে মাহিকেই প্রথম পছন্দের তালিকায় রাখছেন নির্মাতারা। এরই মধ্যে মাহির সিডিউল খাতায় যুক্ত হয়েছে অনেক নতুন ছবির নাম। মাহি বলেন, অনেক ছবিতেই চুক্তিবদ্ধ হয়েছি। কিছু ছবির কাজও এরই মধ্যে শুরু করেছি। হাতে রয়েছে অগ্নি, জানেমান, নেশা এবং অন্যটি দবির সাহেবের সংসার। এগুলোর কাজ কিছুটা গুছিয়ে নিয়েই নতুন ছবির কাজে হাত দেবো। এদিকে ঈদে মুক্তি পাবে মাহি অভিনীত ‘ভালোবাসা আজকাল’। পি এ কাজল পরিচালিত এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মাহি। আর এ কারণেই ছবিটির দিকে তাকিয়ে আছেন অনেকে।