শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদরাজনীতিকাঁটাতারের বেড়া দিয়েছেন খালেদাকে রক্ষা করতে পারবে না : মেনন

কাঁটাতারের বেড়া দিয়েছেন খালেদাকে রক্ষা করতে পারবে না : মেনন

কয়েকদিন অপেক্ষার পর ঢাক‍ার সকল শিক্ষার্থীদের নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করা হবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। কার্যালয়ের দেয়ালের ওপর যে কাঁটাতারের বেড়া দিয়েছেন তা তাকে রক্ষা করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।  বৃহস্পতিবার  সকালে  মতিঝিল মডেল স্কুলের সামনের রাস্তায় আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সদস্যরা। এতে অংশ নেন- মতিঝিল অঞ্চলের সকল স্কুল-কলেজের শিক্ষার্থী,শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা।

রাশেদ খান মেনন বলেন, যে কারণে নিজামী ও কামারুজ্জামানের ফাঁসি হয়েছে টিক একই ভাবে মানবতাবিরোধী অপরাধের দায়ে খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মেনন বলেন, আপনি শিক্ষার্থী ও এদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করছেন। ‌আপান‍ার এ যুদ্ধ বন্ধ করুন, নইলে আমরা শিক্ষার্থীদের নিয়ে কয়েকদিনের মধ্যে আপনার কার্যালয় ঘেরাও করবো। তখন কাঁটাতারের বেড়া আপনাকে রক্ষা করতে পারবে না।

মন্ত্রী বলেন, শিশুদের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে চাই। সেজন্য আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে বারবার এসএসসি পরীক্ষা পিছিয়ে নিচ্ছি। পরীক্ষা পেছানোর কারণে আমাদের ছেলে-মেয়েরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে না। খালেদা জিয়াকে কটুক্তি করে বলেন মন্ত্রী বলেন, যারা স্কুলের গণ্ডি পেরুতে পারেনা তাদের কাছে শিক্ষার কোনো গুরুত্ব নেই। আন্তর্জাতিক পর্যায় থেকে আমাদের শিক্ষার্থীরা পুরস্কার নিয়ে আসছেন। কিন্তু তারা এর মর্যাদা বুঝবেন না। মানববন্ধনে উপস্থিত ছিলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ মতিঝিল ‍অঞ্চলের সকল স্কুলের প্রধান শিক্ষকরা।

আরও পড়ুন

সর্বশেষ