মঙ্গলবার, মে ১৪, ২০২৪
প্রচ্ছদশিক্ষাঙ্গনসাদার্ন ইউনিভার্সিটির গবেষণা প্রতিবেদন এবং থিসিস লিখার কৌশল বিষয়ক কর্মশালা

সাদার্ন ইউনিভার্সিটির গবেষণা প্রতিবেদন এবং থিসিস লিখার কৌশল বিষয়ক কর্মশালা

সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের আয়োজনে “গবেষণা প্রতিবেদনএবং থিসিস লিখার কৌশল” বিষয়ক এক কর্মশালা সম্প্রতি ইউনিভার্সিটি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর মহিউদ্দিন খালেদের সভাপতিত্বে কমংশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা জনাব সরওয়ার জাহান। কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন প্রফেসর আবদুল্লা আল ফারুক। প্রধান প্রশিক্ষক এই সময় কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, উচ্চতর শিক্ষার ক্ষেত্রে প্রধান এবং অন্যতম একটা বিষয় হলো গবেষণা প্রতিবেদন তৈরী করা। এই ক্ষেত্রে ছাত্র ছাত্রীর কে অবশ্যই গবেষনা প্রতিবেদন তৈরী এবং লিখার কৌশল সম্পর্কে সচ্ছ ধারনা থাকতে হবে। কর্মশালার শুরুতে অংশগ্রহণকারী শিক্ষর্থীদের উদ্দেশ্যে প্রণোদনামুলক বক্তব্য রাখেন প্রধান অতিথি জনাব সরওয়ার জাহান। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইন বিভাগের প্রধান জনাব আতিকুর রহমানসহ আইন বিভাগের সকল শিক্ষকরা। পরে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরন করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ