স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
উইম্বলডনের এবারের আসরে অপ্রত্যাশিত সব ঘটনা ঘটে যাচ্ছে। প্রথম রাউন্ডে অঘটনের শিকার রাফায়েল নাদাল। আর দ্বিতীয় রাউন্ডে বিদায় নিলেন অষ্টম রেকর্ড শিরোপায় চোখ থাকা বর্তমান চ্যাম্পিয়ন রজার ফেদেরারও। প্রথম তিনদিনেই বিদায় নিয়েছেন আরেক ফেবারিট মারিয়া শারাপোভা।
পূর্বের ৩৬ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে অন্তত কোয়ার্টার ফাইনালের আগে অঘটনের শিকার হননি ফেদেরার। কিন্তু এবার দ্বিতীয় রাউন্ডে বিদায় নিতে হলো ১১৬ নম্বর র্যাঙ্কিংয়ে থাকা খেলোয়াড়ের কাছে। বুধবার তিনি হেরে গেছেন ইউক্রেনের সার্জি স্তাখোভস্কির কাছে। ৬-৭ (৫), ৭-৬ (৫), ৭-৫, ৭-৬ (৫) গেমে ফেদেরারকে বধ করেছেন এই ২৭ বছর বয়সী।
২০০৪ সালে সর্বশেষ স্ল্যাম কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিলেন ফ্রেঞ্চ ওপেনে। ম্যাচ শেষে সুইস তারকা বললেন,‘আমি পথ খুঁজে পাচ্ছিলাম না। তবে আমার বিশ্বাস এখানেই সবকিছু শেষ হতে যাচ্ছে না। আরও অনেক বছর খেলার পরিকল্পনা আমার আছে।’
মেয়েদের এককে তৃতীয় বাছাই হয়ে অল ইংল্যান্ড ক্লাবে এসেছিলেন শারাপোভা। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই হেরে গেলেন ১৩১ নম্বর র্যাঙ্কিংয়ে থাকা পর্তুগালের মিচেল লারচার ডি ব্রিতোর কাছে। ৬-৩, ৬-৪ গেমে জিতেছেন পর্তুগিজ খেলোয়াড়। প্রতিপক্ষের কাছে হার মানার কারণ জানালেন রাশিয়ান তারকা,‘ও চরম আক্রমণাত্মক খেলোয়াড়। আমি সামলে উঠতে পারিনি।’
এদিকে দ্বিতীয় রাউন্ডে ইয়েন হুন লুকে হারিয়েছেন এন্ডি মারে। দ্বিতীয় বাছাই তারকা ৬-৩, ৬-৩, ৭-৫ গেমের জয় পেয়েছেন।