শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদরাজনীতিসংলাপে বসতে খালেদাকে কামাল-শামসুল হুদার চিঠি

সংলাপে বসতে খালেদাকে কামাল-শামসুল হুদার চিঠি

দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সংলাপের আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বরাবর একটি যৌথ চিঠি দিয়েছেন সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। সোমবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট প্রিন্স চঞ্চল মাহুমুদ চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ চিঠি নিয়ে আসেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের হয়ে চিঠিটি গ্রহণ করেন তার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

চিঠি দিয়ে ফিরে যাওয়ার সময় প্রিন্স চঞ্চল মাহুমুদ সাংবাদিকদের বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য সব রাজনৈতিক পক্ষকে একটি জাতীয় সংলাপে বসার আহ্বান জানাচ্ছেন ড. কামাল হোসেন ও এটিএম শামসুল হুদা। সবাই মিলে কথা বললে-আলাপ করলে এই সমস্যা দূর হয়ে যাবে বলেও মনে করেন তারা। আর সে ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসনকে এই জাতীয় সংলাপে অংশগ্রহণের জন্য চিঠি দেওয়া হলো।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ