আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)
চট্টগ্রামের সিআরবিতে রেলওয়ের টেন্ডার নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের বন্দুকযুদ্ধে ২ জন নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার যুবলীগের কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবরকে ৪ দিন এবং তার ৫ সহযোগীকে ৩ দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন আদালতে।
বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নূরে আলম ভূঞা এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী শেখ ইফতেখার সাইমুম চৌধুরী জানান, পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানালো হলেও আসামিপক্ষ থেকে সবার জামিন চাওয়া হয়। পরে শুনানি শেষে আদালত বাবরকে ৪ দিন এবং তার ৫ সহযোগীকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ঢাকার গুলশানের একটি বাড়ি থেকে গ্রেপ্তারের পর কড়া পুলিশি পাহারায় বুধবার তাদের ঢাকা থেকে চট্টগ্রাম নেয়া হয়।
আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)