বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনহেলালের ৪ দিন ও তার সহযোগীদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

হেলালের ৪ দিন ও তার সহযোগীদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

helal CTG REMAND UP

আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

 

চট্টগ্রামের সিআরবিতে রেলওয়ের টেন্ডার নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের বন্দুকযুদ্ধে ২ জন নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার যুবলীগের কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবরকে ৪ দিন এবং তার ৫ সহযোগীকে ৩ দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন আদালতে।

বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নূরে আলম ভূঞা এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী শেখ ইফতেখার সাইমুম চৌধুরী জানান, পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানালো হলেও আসামিপক্ষ থেকে সবার জামিন চাওয়া হয়। পরে শুনানি শেষে আদালত বাবরকে ৪ দিন এবং তার ৫ সহযোগীকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ঢাকার গুলশানের একটি বাড়ি থেকে গ্রেপ্তারের পর কড়া পুলিশি পাহারায় বুধবার তাদের ঢাকা থেকে চট্টগ্রাম নেয়া হয়।

আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

আরও পড়ুন

সর্বশেষ