বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন ট্রিটমেন্ট সেন্টারে হামলা ও ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা

ট্রিটমেন্ট সেন্টারে হামলা ও ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা

নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক এলাকায় ট্রিটমেন্ট সেন্টারে হামলা ও ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় সেখানে পেট্রল বোমা বিস্ফোরণ ও হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সও ভাংচুর করে। ভাংচুরের সময় গাড়ি থেকে নামতে গিয়ে অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ শামীম আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। দি ট্রিটমেন্ট সেন্টার লিমিটেড’র মালিক নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। তিনিও সেখানে নিয়মিত রোগী দেখেন। এছাড়া বিশেষজ্ঞ ডাক্তারদে চেম্বার রয়েছে। ওই ভবনে ট্রিটমেন্ট হাসপাতাল, ট্রিটমেন্ট ডায়াগনস্টিক সেন্টার এন্ড ফিজিওথেরাফি এবং শিশুদের বিশেষায়িত হাসপাতাল চাইল্ড কেয়ার রয়েছে। হামলা ও ভাংচুরের সময় হাসপাতালে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ট্রিমমেন্ট সেন্টারের জিএম দিদারুল আলম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে তিনটি মোটর সাইকেলে করে কয়েকজন লোক ট্রিটম্যান্ট সেন্টারের সামনে নামে। নেমে মাত্র কিছু বুঝে উঠার আগেই ইট পাটকেল ছুড়তে ছুড়তে ট্রিটমেন্ট সেন্টারে ঢুকে পড়ে। এসময় তারা পেট্রল বোমার বিষ্ফোরণ ঘটিয়ে ভাংচুর শুরু করে। হাসপাতালের সামনে থাকা অ্যাম্বুলেন্সেও ভাংচুর চালায়। হামলা ও ভাংচুরের পর দুবৃত্তরা চলে যাওয়ার সময় একটি পেট্রল বোমা নিক্ষেপ করলে আগুন ধরে যায় জানিয়ে দিদারুল আলম বলেন, পরে হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ডাক্তারদের চেম্বার ভাংচুরের কারণে শুক্রবার সকালে ডাক্তারা রোগী দেখতে পারেনি জানিয়ে তিনি বলেন, ডাক্তার বসতে না পারায় রোগীরা ফিরে গেছেন।  এ ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করেছে বলে দাবি করলেও এ ধরণের কোন অভিযোগ পাননি বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ

আরও পড়ুন

সর্বশেষ