মঙ্গলবার, মে ১৪, ২০২৪
প্রচ্ছদজাতীয়বিরোধী দলকে আর হরতাল কর্মসূচি না দেওয়ার শিক্ষামন্ত্রীর আহ্বান

বিরোধী দলকে আর হরতাল কর্মসূচি না দেওয়ার শিক্ষামন্ত্রীর আহ্বান

হরতালের কারণে আর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার তারিখ পরিবর্তন করা প্রয়োজন হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শুক্রবার সকালে রাজধানীর আজিমপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে মন্ত্রী বলেন, প্রায় ১৫ লাখ শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে। এরা কোনো দলের নয়। এরা আ’লীগ বা বিএনপি বোঝে না। পরীক্ষার তারিখ যাতে পেছাতে না হয় এজন্য তিনি বিরোধী দলকে আর হরতাল কর্মসূচি না দেওয়ার আহ্বান জানান। ২ ফেব্রুয়ারি আজকের এই পরীক্ষা শুরুর কথা ছিল। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতালের কারণে শুক্রবার নিয়ে আসা হয়। এবার সারা দেশে ৩ হাজার ১১৬টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ১০টি শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন।

নাহিদ বলেন, আগামী ৩০-৪০ বছর এই শিক্ষার্থীরাই বাংলাদেশকে নেতৃত্ব দিবে। হরতালের কারণে পরীক্ষা পেছালে তাদের আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দেয়। সিলেটসহ বেশ কয়েকটি বিভাগীয় শহরে পরীক্ষা মধ্যেই ছাত্রদল হরতাল ডেকেছে। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, এ হরতালের  মূল উদ্দেশ্যে পরীক্ষা‍ প্রতিহত করা। একটি ছাত্র সংগঠন হয়ে ছাত্রদের বিরুদ্ধে হরতাল দেওয়া কোনো রাজনীতি হতে পারে না।  সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ বলেন, এবার কোনো ফাঁস হয়নি। ফেসবুকে কোনো প্রশ্ন বের হয়নি। বিভ্রান্তি ছড়াবেন না, জাতিকে বিভ্রান্ত করবেন না

আরও পড়ুন

সর্বশেষ