কুষ্টিয়া প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, প্রায় দুই সপ্তাহ পর সিটি নির্বাচন নিরপেক্ষ হয়নি বেগম খালেদা জিয়ার এমন বক্তব্য প্রমাণ করে সরকারের সব কাজের বিরোধীতা করাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, ‘গত সাড়ে চার বছরে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। কারণ বাংলাদেশের জনগণ দেখেছে চার সিটি নির্বাচন উৎসবমুখর পরিবেশে হয়েছে। নির্বাচন নিয়ে মিথ্যাচার করায় পরিস্কার হয়ে গেছে তাদের সমস্ত কথা সরকারের বিরুদ্ধে। এটা মিথ্যাচার ছাড়া আর কিছু নয়।’ বৃহস্পতিবার সকাল ১১টায় কুষ্টিয়া সরকারি কলেজ একাডেমিক ভবনের ফলক উন্মোচন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে ড. মওদুদ আহমেদের বক্তব্যের প্রেক্ষিতে হানিফ বলেন, ‘বিরোধী দল ড. ইউনুসকে নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। আমরা কাউকে নিয়ে রাজনীতি করতে চাইনা। রাজনীতিকে রাজনীতির মধ্যে রাখতে চাই। আমরা সস্তা রাজনীতির মধ্যে জড়াতে চাইনা।’
সম্প্রতি ছাত্রলীগের টেন্ডার বাণিজ্য প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেন্ডারবাজি বন্ধের জন্য অনলাইনে টেন্ডার প্রক্রিয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। যদি এটার বাস্তবায়ন করা যায় তাহলে টেন্ডারবাজি বন্ধ হবে।’ জাতীয় পার্টির সঙ্গে জোট প্রসঙ্গে হানিফ বলেন, ‘জাতীয় পাটির সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভাল। এ সম্পর্ক ভাঙার কোন সুযোগ নেই।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ, সরকারি কলেজের অধ্যক্ষ বদরুদ্দোজা প্রমুখ।