মঙ্গলবার, মে ১৪, ২০২৪
প্রচ্ছদশিক্ষাঙ্গনএসএসসি/সমমানের পরীক্ষা : ২ ফেব্রুয়ারির পরীক্ষা ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে

এসএসসি/সমমানের পরীক্ষা : ২ ফেব্রুয়ারির পরীক্ষা ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও টানা হরতালের কারণে এসএসসি/সমমানের প্রথম দিনের ছয়টি বিষয়ের পরীক্ষা পেছানো হয়েছে। রোববার দুপুরে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, ২ ফেব্রুয়ারির পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর‌্যন্ত অনুষ্ঠিত হবে।

২ ফেব্রুয়ারি প্রথম দিন আটটি সাধারণ বোর্ডে এসএসসিতে সকালে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংষ্কৃতি; কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে সকালে বাংলা-২ (১৯২১) সৃজনশীল এবং বিকালে বাংলা-২ (৮১২১) সৃজনশীল বিষয়ের পরীক্ষা ছিল। আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে সকালে ছিল কুরআন মাজিদ ও তাজবীদ বিষয়ের পরীক্ষা। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী। পরীক্ষা অনুষ্ঠান নিয়ে এর আগে সকাল ১০টায় শিক্ষামন্ত্রীর দপ্তরে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশেষ পরিস্থিতি’তে আপনাদের সামনে আসতে হয়েছে। নিয়মিতভাবে ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। দিনের পর দিন হরতালের নামে বোমাবাজি, পুড়িয়ে মারা হচ্ছে- যত শিশু পুড়ে মরছে তারা কোন না কোনভাবে আমাদের শিক্ষার্থী। আমাদের অনিশ্চয়তা, উদ্বেগ এবং অচিন্তিনীয় অমানবিক পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হচ্ছে।

‘আমরা অবরোধ-হরতাল প্রত্যাহার করে পরীক্ষা নিশ্চিত করার জন্য বারবার আবেদন করে আসছি। আশা করছিলাম, ভবিষৎ প্রজন্মের কথা চিন্তা করে তাদের (বিএনপি জোট) কাছে মানবিক সাড়া পাবো। কিন্তু কোনো সাড়া পাইনি। দেশবাসী সাড়া দিয়ে কর্মসূচি পালন করেছে, খালেদা জিয়ার বাড়ির সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।’

সূচি অনুযায়ী ৪ ফেব্রুয়ারির পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী আশা করে বলেন, আর হরতাল দিয়ে পরীক্ষা বাধাগ্রস্ত করবেন না। তাহলে অবরোধে পরীক্ষা হবে, হরতালে হবে না- প্রশ্নে মন্ত্রী বলেন, অবরোধের দিন কিছু হয় না তাই হরতাল দিয়েছে, তারাই ধরে নিয়েছেন অবরোধ কোনো কার‌্যকরি বিষয় নয়। তাই হরতালে পরীক্ষা বন্ধ রাখা হবে। আশা করছি পরীক্ষার দিনগুলোতে হরতাল হবে না, যাতে ছেলে মেয়েরা ক্ষতিগ্রস্ত হবেন না।

অবরোধ তো থাকবেই না। এটা না করলে তারা মানুষের কাছে কীভাবে মুখ দেখাবেন, রাজনীতি করবেন? যারা দিনের পর দিন হরতাল দিয়েছেন তাদেরকে বলেন হরতাল তুলে নেওয়াটাই স্থায়ী সমাধান।”

রাজনৈতিক কর্মসূচির কারণে গত বছরও নানা বাধার মধ্যে পরীক্ষা পড়েছে বলে জানান মন্ত্রী। এক মাস ক্লাস না হওয়া, পরীক্ষা দিতে না পারায় অনিশ্চয়তায় পড়বে শিক্ষার্থীরা, এর প্রভাবে আগামী ৩০ বছর সাফার করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ২ ফেব্রুয়ারি এসএসসির লিখিত পরীক্ষা শুরু হয়ে ১০ মার্চ শেষ হওয়ার কথা ছিল। আর ১১-১৬ মার্চ ব্যবহারিক পরীক্ষা হবে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ