মঙ্গলবার, মে ১৪, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসাদার্ন ইউনিভার্সিটিতে “উৎপাদন পরিকল্পনা এবং নিয়ন্ত্রন” বিষয়ক কর্মশালা

সাদার্ন ইউনিভার্সিটিতে “উৎপাদন পরিকল্পনা এবং নিয়ন্ত্রন” বিষয়ক কর্মশালা

সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসা প্রশাসন বিভাগের আয়োজনে “উৎপাদন পরিকল্পনা এবং নিয়ন্ত্রন” বিষয়ক এক কর্মশালা সম্প্রতি ইউনিভার্সিটির হল রুমে অনুষ্ঠিত হয়েছে। ব্যবসা প্রশাসন বিভাগের প্রভাষক সি এম আতিকুর রহমানের তত্ত্বাবধানে এই কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আবুল খায়ের স্টিল প্রোডাক্টস লিঃ এর ফিনিসিং বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার মোঃ আবদুর রাজ্জাক। প্রধান প্রশিক্ষক তার আলোচনায় উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে পন্য উৎপাদনের প্রতিটি ধাপে গৃহিত পরিকল্পনা ও এর নিয়ন্ত্রন সম্পর্কে সুনির্দিষ্ট  ধারনা দেন। তিনি বলেন দক্ষ উৎপাদন ব্যাবস্থাপনা নির্ভর করে সঠিক উৎপাদন পরিকল্পনা ও নিয়ন্ত্রনের এর উপর। প্রতিটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। দিনব্যাপী  চলা এই কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কাজী নাজমুল হুদা। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান আলোচক ইঞ্জিনিয়ার আবদুর রাজ্জাক এবং কর্মশালায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন এই ধরনের কর্মশালা থেকে শিক্ষার্থীরা খুবই উপকৃত হবে।

আরও পড়ুন

সর্বশেষ