শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েসৈয়দপুরে অগ্নিকাণ্ডে ৪৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ৪৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় অগ্নিকাণ্ডে ৪৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। ২৬ জানুয়ারি সোমবার ভোর ৪টার দিকে উপজেলার পুরাতন কাপড় মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪টার দিকে মার্কেটের জুবায়ের গার্মেন্টস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। একে একে মার্কেটের ৪৪টি কাপড়ের দোকান পুড়ে যায়। খবর পেয়ে সৈয়দপুর, ডোমার, নীলফামারী, পার্বতীপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টার পর সকাল ৬টার দিকে আগুন নিভাতে সক্ষম হয়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।  নীলফামারী ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন

সর্বশেষ