বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েকুষ্টিয়ায় সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত

কুষ্টিয়ায় সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত

বিডি সময়  প্রতিবেদক

কুষ্টিয়ার দৌলতপুরে চরমপন্থী সন্ত্রাসীদের গুলি ও ধারাল অস্ত্রের আঘাতে সোনা সর্দার (৪৮) নামে ন্থানীয় এক আওয়ামীলীগ নেতা নিহত হয়েছে। এছাড়াও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন মজিবর রহমান (৩০) নামে এক দোকানদার। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর বাজারে এঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোনা সর্দার ওই বাজারের মজিবরের চায়ের দোকানে বসে চা পান করা অবস্থায় ৪/৫জনের একদল মুখোশধারী চরপন্থী সন্ত্রাসী সোনাকে লক্ষ্য করে পরপর ২রাউন্ড গুলি ছোড়ে। এসময় সোনা লুটিয়ে পড়লে তার মৃত্যু নিশ্চিত করতে সন্ত্রাসীরা ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। সন্ত্রাসীদের গুলিতে চায়ের দোকানদার মজিবর রহমান গুলিবিদ্ধ হন। বাজারের লোকজন ২জনকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার সোনা সর্দারকে মৃত ঘোষণা করেন।  ডান হাতে গুলিবিদ্ধ মজিবরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 দৌলতপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, নিহত সোনা সর্দার চরমপন্থী সন্ত্রাসী কানেক্টেড ছিল। তাদের অভ্যন্তরীণ কোন্দলে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। উল্লেখ্য, নিহত সোনা সর্দার চরমপন্থী সিরাজ বাহিনীর ক্যাডার থাকা অবস্থায় পুলিশের হাতে ধরা পড়ে জেল খাটার পর স্বাভাবিক জীবনে ফিরে আসে।

আরও পড়ুন

সর্বশেষ