সোমবার, ডিসেম্বর ২, ২০২৪
প্রচ্ছদপ্রবাসী সময়শিক্ষকদের জন্য শীগ্রই পৃথক বেতন কমিশন গঠন করা হবে - শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য শীগ্রই পৃথক বেতন কমিশন গঠন করা হবে – শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

শিক্ষকদের জন্য শীগ্রই পৃথক বেতন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। বুধবার নায়েমের মহাপরিচালক শেখ একরামুল হকের সভাপতিত্বে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) মিলনায়তনে অনুষ্ঠিত এক শিক্ষক সমাবেশে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একথা জানান।

 শিক্ষামন্ত্রী  বলেন, ‘অল্প কিছুদিনের মধ্যেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন করা হবে। শিক্ষকদের জন্যেও পৃথক বেতন কমিশন গঠন করা হবে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পরই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির পাশাপাশি একই সাথে সরকারি ও বেসরকারি শিক্ষকদেরও বেতন ৬২% বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং এবতেদায়ি শিক্ষকদের বেতন বৃদ্ধি, টাইম স্কেল প্রদানসহ সীমিত সম্পদের মধ্যেও শিক্ষকদের আর্থিক সহায়তা বৃদ্ধির চেষ্টা আমরা করেছি। আগামীতেও এধারা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘যেসব শিক্ষকদের এখনো এমপিওভুক্ত করা সম্ভব হয়নি তাদের জন্য আমরাও কষ্ট পাচ্ছি। আমরা তাদের প্রতি সহানুভূতিশীল। তাদের সমস্যার সমাধানের জন্য আমরা কাজ করছি।’ তিনি বলেন,’আমাদের শিক্ষকদেরও মনে রাখতে হবে তাদের পেশা একটি মহান ব্রত। তাদের ওপরই নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ বংশধরদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠা।’ তিনি শিক্ষকদের নিবেদিতপ্রাণ হয়ে নতুন প্রজন্মকে উন্নত মানের শিক্ষা ও দক্ষতায় গড়ে তোলার আহ্বান জানান।সূত্র:পিআইডি

আরও পড়ুন

সর্বশেষ