সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো সাদার্ন ইউনিভার্সিটি

১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো সাদার্ন ইউনিভার্সিটি

নানা বর্ণিল আর জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ পালন করলো ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৪ ই জানুয়ারী ইউনিভার্সিটি হল রুমে আয়োজিত এই আনন্দানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্ধোধন করেন উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী। এই সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা জনাব সরওয়ার জাহান, সহপ্রতিষ্ঠাতা ইসরাত জাহান, উপউপচার্য প্রফেসর ডাঃ শরীফুজ্জামান, ব্যবসা প্রশাসন বিভাগের ডিন প্রফেসর ডঃ আ ন ম আবদুল মোক্তাদীর, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ইঞ্জিনিয়ার আলী আশরাফ, কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান প্রফেসর ডঃ নুরুল মোস্তফা, আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর মহিউদ্দিন খালেদ, রেজিস্ট্রার ডঃ মনতাজুল ইসলাম চৌধুরীসহ শিক্ষক, কর্মকর্তা ছাত্রছাত্রীবৃন্দ। এরপর অতিথিবৃন্দের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এই সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী সাদার্ন ইউনিভার্সিটি ট্রাস্ট এর সকল সদস্য, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিবাবক এবং শুভানুধ্যায়ীদেরকে সাদার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান এবং আশাবাদ ব্যক্ত করে বলেন উচ্চশিক্ষার বাতিঘর হওয়ার যে স্বপ্ন নিয়ে সাদার্ন ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়েছে সে লক্ষ্য অর্জনে সাদার্ন এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠাতা জনাব সরওয়ার জাহান বলেন, দেখতে দেখতে সাদার্ন ইউনিভার্সিটি তাঁর প্রতিষ্ঠার ১৩তম বার্ষিকীতে উপনীত হলো। আজ উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হিসেবে সাদার্ন ইউনিভার্সিটি দেশব্যাপী পরিচিত নাম। কিন্তু সাদার্ন এর এই পথ চলা এত সহজ ছিল না। নানারকম ঘাত প্রতিঘাত পেরিয়ে সাদার্ন আজকের এই সুপরিচিত অবস্থানে। তিনি আরো বলেন, খুব শিগ্রই সাদার্ন ইউনিভার্সিটি তার স্থায়ী ক্যাম্পাসে প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করবে।
এর পর বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মসুচী শেষ হয়।

আরও পড়ুন

সর্বশেষ