শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার

চট্টগ্রামে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ও টেকনাফ সীমান্তে পৃথক দুটি অভিযানে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে অভিযান চালিয়ে নৌ-বাহিনী এক লাখ ৪০ হাজার ও টেকনাফ সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। বুধবার ভোরে একটি নৌকা থেকে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী। এসময় নৌকাটিকে জব্দ করা হয়েছে।বুধবার ভোরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে নৌবাহিনীর পাচার বিরোধী দল অভিযান চালিয়ে একটি নৌকা থেকে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। তবে কাউকে আটক করা যায়নি। এসময় নৌকাটি জব্দ করে নৌবাহিনী সদস্যরা।
অপরদিকে মঙ্গলবার রাতে কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফনদীর ৩ নং স্লুইচ গেট এলাকা থেকে ৬০ হাজার পিস ইয়াবা ও নৌকাসহ চার মিয়ানমার নাগরিককে গ্রেফতার করেছে বিজিবি।বিজিবির ৪২ ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইয়াবাসহ তাদের আটক করা হয়।আটকরা হলেন- মিয়ানমার মংডু ডেইল পাড়া এলাকার রবি আলম, একই এলাকার জামাল হোসেন, মুজিব উল্লাহ ও মো. রফিক(১৮)।
আরও পড়ুন

সর্বশেষ