মঙ্গলবার, মে ২৮, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েচট্টগ্রাম বিভাগরাজনৈতিক বিরোধের জের ধরে হাতিয়ায় দুর্বৃত্তের আগুনে ১০ দোকান পুড়ে ছাই...

রাজনৈতিক বিরোধের জের ধরে হাতিয়ায় দুর্বৃত্তের আগুনে ১০ দোকান পুড়ে ছাই

রাজনৈতিক বিরোধের জের ধরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সৌদিয়া বাজারের ১০টি দোকানঘর পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। ৬ জানুয়ারি মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। সকাল ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্দেশ লিটন ও হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা  জানান, হাতিয়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নয়েল খানের সঙ্গে দলের কয়েকজনের রাজনৈতিক বিরোধ রয়েছে। ওই ওয়ার্ডের সৌদিয়া বাজারে নয়েল খানের সাতটি দোকান রয়েছে। কিছুদিন ধরে দুর্বৃত্তরা তার মোবাইল ফোনে কল দিয়ে দোকানগুলো পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল। মঙ্গলবার ভোর ৪টার দিকে আগুনে কাউন্সিলর নয়েল খানের সাতটিসহ সৌদিয়া বাজারের ১০টি দোকান পুড়ে গেছে। নয়েল খান ও স্থানীয় লোকজনের ধারণা, বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন দোকানগুলো আগুনে পুড়িয়ে দিয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ