মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েনাটোরে সংঘর্ষে নিহত ২, মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল

নাটোরে সংঘর্ষে নিহত ২, মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল

নাটোরের তেবাড়িয়া এলাকায় আওয়ামী লীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দলের দুই কর্মী নিহত হওয়ার ঘটনায় ৬ জানুয়ারি মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। ৫ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দু’জনকে বিএনপি ও ছাত্রদল কর্মী দাবি করে ঘটনার পর পরই হরতালের ডাক দেয় জেলা বিএনপি। নিহতরা হলেন-নওগাঁ জেলার আত্রাই উপজেলার সদুপুর গ্রামের মিঠুনের ছেলে রায়হান ও নাটোর শহরের উত্তর তেবাড়িয়া এলাকার চাঁন মিয়ার ছেলে রাকিবুল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর হক বিয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার আওয়ামী লীগ ‘গণতন্ত্র রক্ষা দিবস’ ও বিএনপিসহ ২০ দলীয় জোট ‘গণতন্ত হত্যা দিবস’ কর্মসূচি ডেকেছে। এ উপলক্ষে সকালে জেলা বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা নাটোর শহরের তেবাড়িয়া এলাকা থেকে পৃথক মিছিল বের করার প্রস্তুত নিচ্ছিল। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে রাকিব ও রায়হান গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক গুলিবিদ্ধ দু’জনকে মৃত ঘোষণা করেন। নাটোর জেলা ছাত্রদলের সভাপতি রবিউর রহমান টিটন জানান, ছাত্রদল কর্মী রাকিব নাটোর এনএস সরকারি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম সংঘর্ষে দু’জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। জেলা পুলিশ সুপার বাসুদেব বণিক জানান, ফের সংঘর্ষ এড়াতে বর্তমানে ঘটনাস্থলসহ নাটোরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ