রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন সাতকানিয়ায় আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা

সাতকানিয়ায় আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ফুলতলা এলাকায় এক আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ০২ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম জামাল উদ্দিন (৩২)। তিনি ওই এলাকার বদি আলমের ছেলে।  সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন  জানান, সন্ধ্যায় জামাল উদ্দিন তার কয়েকজন সঙ্গীসহ ফুলতলা বাজারে আড্ডা দিচ্ছিল। ওই সময় তিন-চারজন যুবক ‍একটি অটোরিকশায় করে এসে তাকে উদ্দেশ্য করে এলাপাতাড়ি গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জামাল উদ্দিন নিহত হন। নিহত জামাল উদ্দিন স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলেও জানান ওসি খালেদ।চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরেই ওই এলাকায় আওয়ামী লীগের বিরোধ চলে আসছে।  জামায়াত-শিবির কর্মীরাই পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তিনি বলেন, জামায়াত-শিবির ওই এলাকার পাহাড়ি অঞ্চলগুলোতে আস্তানা তৈরি করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।  অতর্কিত হামলা করে তারা আবার পাহাড়ে আশ্রয় নেয়। এর আগেও কাঞ্চনা এলাকায় আমাদের কয়েকজন কর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এদিকে, খুনের ঘটনার পর থেকে আলম নামে স্থানীয় যুবলীগের এক কর্মী নিখোঁজ রয়েছে বলেও ‍দাবি করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আরও পড়ুন

সর্বশেষ