রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচেম্বারের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পরিদর্শনে বনমন্ত্রী

চেম্বারের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পরিদর্শনে বনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম) বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, চট্টগ্রাম চেম্বার কর্তৃক দেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণ, বেসরকারী খাতের সাফল্যের একটি প্রশসংসনীয় ও গৌরবজনক মাইলফলক।

মঙ্গলবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পরিদর্শনে এসে তিনি একথা বলেন। তিনি সেন্টারের বিভিন্ন ফ্লোর ও স্থাপনা পরিদর্শন করেন। মন্ত্রী সেন্টারের দক্ষিণ পাশে একটি ওয়াকওয়ে নির্মাণের প্রস্তাব দেন।

পরে মন্ত্রী হাছান মাহমুদ চেম্বার নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।এসময় উপস্থিত ছিলেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সহ সভাপতি সৈয়দ জামাল আহমেদ ও পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম।

আরও পড়ুন

সর্বশেষ