শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদরাজনীতিবিএনপির আন্দোলন বরদাশত করা হবে না : তোফায়েল আহমেদ

বিএনপির আন্দোলন বরদাশত করা হবে না : তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বিএনপির আন্দোলন বরদাশত করা হবে না। আন্দোলনের নামে সহিংসতা-নৈরাজ্য করলে সরকার কঠোর হতে বাধ্য হবে। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে মুক্তিযদ্ধের সংগঠক, আওয়ামী লীগের প্রয়াত নেতা আব্দুর রাজ্জাকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সাবেক স্বারষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু, আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তোফায়েল আহমেদ বলেন, ব্যর্থতার গ্লানি বইতে না পেরে বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। কোনোভাবেই তাদের আন্দোলন বরদাশত করা হবে না। আন্দোলনের নামে সহিংসতা বা নৈরাজ্য করতে চাইলে সরকার কঠোর হতে বাধ্য হবে।এর আগে প্রয়াত আব্দুর রাজ্জাকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। এরপর বনানী গোরস্থানের মসজিদে মরহুমের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে আওয়ামী লীগ।২০১১ সালের ২৩ ডিসেম্বর মৃত্যুবরণ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক। মৃত্যুর আগে তিনি লন্ডনের কিংস হসপিটালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর।১৯৪২ সালের ১ আগস্ট জন্মগ্রহণ করেন ১৯৭১ সালে আব্দুর রাজ্জাক। বাষট্টির শিক্ষা আন্দোলন, ৬ দফা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। রাজনৈতিক দল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আব্দুর রাজ্জাকের রাজনৈতিক জীবন শুরু হয় পঞ্চাশের দশকের শেষের দিকে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি শরীয়তপুর-৩ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য এবং পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ