ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম) ‘চুদুরবুদুর ডটকম’ নামে ওয়েবসাইট থেকে জাতীয় সংসদের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখা গেছে। অবশ্য এ প্রতিবেদন লেখার সময় ‘চুদুরবুদুর ডটকম’ ওয়েবসাইটটি আর দেখা যাচ্ছিল না। এর আগে সংসদ সচিবালয়ের সচিব মাহফুজুর রহমান গণমাধ্যমকে বলেছিলেন ‘ওই ওয়েবসাইট ব্লক করে দেয়ার জন্য বিটিআরসিকে বলা হয়েছে।’ জানা গেছে, মঙ্গলবার বিকাল থেকে chudurbudur.com এই ঠিকানায় ব্রাউজ করলেই সংসদের ওয়েবসাইট এবং এর সব কন্টেন্ট হুবহু দেখতে পেয়েছেন। যদিও জাতীয় সংসদের ওয়েবসাইটের ঠিকানা parliament.gov.bd.
বিরোধী দলের এক নারী সংসদ সদস্যের মুখে উচ্চারিত ‘চুদুরবুদুর’ শব্দ নিয়ে সংসদ ও সংসদের বাইরে ব্যাপক আলোচনার মধ্যেই এ ঘটনা ঘটল। গত ৯ জুন সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনার সময় বিএনপির সংরক্ষিত আসনের সদস্য রেহানা আক্তার রানু তার বক্তব্যে ‘চুদুরবুদর’ শব্দটি ব্যবহার করেন। ‘চুদুরবুদুর’ শব্দটি নিয়ে সংসদে উত্তাপের পর আলোচনা গড়ায় আন্তর্জাতিক পর্যায়েও। ভারতের বাংলা দৈনিক আনন্দবাজারও শব্দটির উৎপত্তি ও অর্থ বিচার করে তা অশ্লীল কি না- তা খতিয়ে দেখার চেষ্টা করে। পরে শব্দটি সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেয়া হবে না বলেও জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।