শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদরাজনীতিহাইকোর্টে লতিফ সিদ্দিকী

হাইকোর্টে লতিফ সিদ্দিকী

আগাম জামিন চাইতে হাইকোর্টে গেছেন আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা বেশ কয়েকটি মামলায় নিম্ন আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। সোমবার (২৪ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে আগাম জামিনের আবেদন জানাবেন লতিফ সিদ্দিকী। এজন্য সকাল সাড়ে দশটার দিকে হাইকোর্টে আসেন তিনি। লতিফ সিদ্দিকীর আইনজীবী নূরুল ইসলাম সুজন এমপি বিষয়টি নিশ্চিত করে  জানিয়েছেন, তিনি হাইকোর্ট এলাকায় রয়েছেন। তবে তার অবস্থান জানাননি এই আইনজীবী।দীর্ঘদিন বিদেশে অবস্থানের পর রোববার (২৩ নভেম্বর) রাতে দেশে ফিরেছেন লতিফ সিদ্দিকী। রাত আটটা ৪০ মিনিটে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভারত থেকে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রবাসী টাঙ্গাইল সমিতির সমাবেশে হজ, তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তি করেন তৎকালীন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তার এসব মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যায় পুরো দেশজুড়ে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা হয় প্রায় দুই ডজন মামলা। এসব মামলার বেশ কয়েকটিতে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা।

গত ১২ অক্টোবর তাকে মন্ত্রিসভা থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি করা হয়। ওইদিনই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। পরে তার দলের প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ