রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েসিরাজগঞ্জে অটোরিক্সা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জে অটোরিক্সা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

240613সিরাজগঞ্জে সিএনজি অটোরিক্সা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের সদর উপজেলার সদানন্দপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সদর উপজেলার চরবনবাড়িয়া গ্রামের আবুল কালাম (৩৮) ও রেজাউল ইসলাম (২৬)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। সদর থানার উপ-পরিদর্শক আব্দুল লতিফ জানান, সিএনজি চালিত অটোরিক্সাটি বঙ্গবন্ধু সেতুর সংযোগ মহাসড়কের কড্ডার মোড়ে যাবার পথে ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আবুল কালাম ও যাত্রী রেজাউল ইসলাম নিহত হন। হাসপাতালে নেয়ার পথে অপর অজ্ঞাত যাত্রীর মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধারের পর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি পালিয়ে গেছে। ক্ষতিগ্রস্থ অটোরিক্সাটি মালিক নেতাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

সর্বশেষ